রৌশন রহমান। বয়স মাত্র ৩ বছর। এই সময় হেসে খেলে নাচানাচি করে বেড়ানোর কথা থাকলেও মরণব্যধি থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত হয়ে টাকার অভাবে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে শিশুটি। এ সংক্রান্ত পত্রিকায় সংবাদ প্রকাশ করলে অনেকেই ফোনে খোজ খবর নিয়ে সহযোগিতার আশ্বাস দিলেও মুলত কেউ শিশু রৌশন রহমানের চিকিৎসার আর্থিক সহযোগিতা করতে এখন পর্যন্ত এগিয়ে আসেনি।ফলে প্রতি নিয়ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে শিশু রৌশনের জীবন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছেন রৌশনের বাবা-মা। রৌশন রহমান লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথপাড়া গ্রামে ফেরদৌস-খাদিজা দাম্পত্তির একমাত্র সন্তান। সন্তানের চিকিৎসায় সর্বস্ব ব্যায় করে আর্থিক অসচ্ছলতার কারনে বর্তমানে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী বিজিবি’র ক্যাম্পের পাশে শ্বশুর আব্দুস ছামাদের বাড়িতে অশ্রয় নিয়ে আছেন তারা।
সাহায্য পাঠানোর জন্য ঠিকানা: ০১৭২৩-৯৮৯৬৩১ (রৌশানের বাবা)
আপনার মতামত লিখুন :