কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যাবসায়ী ফজর আলী নামে এক মাদক ব্যাসায়ীকে আটক করেছে পান্টি স্থানীয় পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ বেলা আনুমানিক ২.৩০ মিনিটের সময় পান্টি কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফজর আলী পান্টি ইউনিয়নের পান্টি খালপাড়ার মৃত আলিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
এ ব্যাপারে পান্টি ফাড়ির ইনচার্জ অফিসার কামরুল হাসান জানান, আজ দুপুর আনুমানিক বেলা ২.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি ফজর আলী নামের একজন মাদক ব্যাবসায়ী মাদক বিক্রির উদ্দেশে মাদক কাছে নিয়ে পান্টি কলেজ মাঠে ঘোরাঘুরি করছে। জানার সাথে সাথেই সঙ্গীয় ফোর্স নিয়ে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করি। এ ব্যাপারে আটককৃ্ত মাদক ব্যাবাসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :