উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন বৈদ্যুতিক পোল রাবেয়া পরিবহনের ঢাকা গামী বাসের কারনে হেলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।
গতরাত আনুমানিক রাত ১০ টার সময় উল্লেখিত পরিবহনের বাস টার্মিনালে প্লেস করার সময় সার্ভিস তারের সাথে বেধে গেলে ড্রাইভার খেয়াল না করায় ১১ হাজার ভোল্ট পরিবাহিত তারের পোল হেলে পড়ে। কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের কাজ চলাকালীন বাসষ্ট্যাণ্ড এলাকায় ১৮ ফুট চওড়া গর্ত করার কারনে বৈদ্যুতিক পোলের গোড়া থেকে মাটি সরানো হয়েছে যে কারনে পোল খুবই দুর্বল অবস্থায় রয়েছে। সে কারনে বাসে বেধে এ ধরনের ঘটনা ঘটে। আজ দুপুরে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং (ও জো পা ডি কো) এর কর্মীবাহীনি এসে সাময়িকভাবে ঠিক করেছে।
আপনার মতামত লিখুন :