রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় এই অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি মো. মফিজুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার বিশ্বরোড জামে মসজিদের সামনে এসআই শামীম রেজা সঙ্গীয় কাং/১০৮৪৯ রবিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন । এ সময় আলী আকবর খান নামের একজন মাদক কারবারিকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করছিলেন গ্রেপ্তার আলী আকবর সহ তার সঙ্গী মতি গাজি। কিন্তু চৌকস অফিসারদের অভিযানে আটক হন আসামী আলী আকবর তবে তার সঙ্গী মতি গাজি তাকে রেখেই আগেভাগে পালিয়ে যেতে সক্ষম হন।
জিজ্ঞাসাবাদে আলী আকবর জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"