ইলেক্ট্রিশিয়ানদের জাতীয় সংগঠন ইলেক্ট্রিশিয়ান ফেডারেশন কুমারখালী শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রশিদ সুপার মার্কেটে উক্ত ফেডারেশনের কুমারখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মো: মোস্তফা এর রেফিঃ এর দোকানে শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইলেক্টিশিয়ান ফেডারেশন কুমারখালী উপজেলা শাখার সভাপতি, মোঃ ইবাদত বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মোঃ লিটন, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ মোস্তফা, সহ কমিটির সকল সদস্যবৃন্দ। উক্ত সভায় গত ১৫ই ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ফ্রি সদস্য সংগ্রহ নিয়ে আলোচনা করা করা হয়। নতুন সদস্যদের কাজের দিক নির্দেশনা সহ নতুন বিভিন্ন কাজ এবং কাজের ধরন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন কাজ এর মাপকাঠি এবং সকলকে এক সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজের গুনাগুন বিবেচিত করে সকলে একসাথে থাকার কথা বলেন উক্ত সংগঠনের সকল নেতৃবৃন্দ। ইলেক্ট্রেশিয়ান ফেডারেশনের সভাপতি মোঃ ইবাদত বিশ্বাস বলেন, দেশে চাকুরীর আশায় নিরাশ হয়ে অনেকে উদ্যোগতা হিসেবে ইলেক্ট্রিশিয়ান পেশাকে বেছে নেন। কিন্তু দিক নির্দেশনা এবং সহযোগিতার অভাবে অনেক পিছিয়ে থাকা সহ কাজ না থাকা এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। আমাদের সংগঠন সর্বদা সকলে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে এবং সকলে সহযোগিতার হাত দিবে। ইলেক্ট্রিশিয়ান ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ মোস্তফা জানান, দেশে সকল পেশার জন্য আলাদা আলাদা সংগঠন থাকলেও এতদিন আমাদের ইলেক্ট্রিক শ্রমিকদের কোনো সংগঠন ছিলো না। এখন আমাদের একটি সংগঠন আছে যার মাধ্যমে আমরা সকল ইলেক্ট্রিশিয়ানদের দু:সময়ে পাশে থাকতে পারবো। বিভিন্ন সমস্যায় সকলে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে পারবো। সকলের প্রতি ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সকলের সাথে মত বিনিময়ের পর সাধারন নাস্তা শেষে একে অপরের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোঃ ইবাদত বিশ্বাস।
"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"