ঢাকাMonday , 27 February 2023

জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

লিপু খন্দকার
February 27, 2023 5:28 pm
Link Copied!

কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামে জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে শুনানির তারিখ ধার্য হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।

ভুক্তভোগী জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে আবুল কালাম ওরফে শহিদুল ইসলাম (৪৩)।

শহিদুল ইসলাম জানান ১৯৮০ সালে তার নামে হাসিমপুর মৌজায় দুইদাগে ৬৫ শতাংশ জমি কেনা হয় উপেন্দ্রনাথ ঘোষের নিকট থেকে। উপেন্দ্রনাথ ঘোষ ১৯৭০ সালে তার অন্যান্য অংশীদারদের সাথে বিভাগ বন্টনের মাধ্যমে দুই দাগে এই জমি প্রাপ্ত হন এবং পরবর্তিতে তার নিকট বিক্রি করে নিঃসত্ববান হন। কিন্তু একই গ্রামের মৃত আছাই খানের ছেলে মন্টু খান ১৯৮৯ সালে একই জমি উপেন্দ্রনাথ ঘোষের নিকট থেকে ক্রয় দেখিয়ে মিউটেশন করেন। তিনি বিষয়টি জানতে পেরে এ্যাসিল্যান্ড অফিসে অভিযোগ দিলে মন্টু খানের মিউটেশন বাতিল হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আবার মন্টু খান কৌশলে মিউটেশনের মাধ্যমে চলতি মাসে জমি দখলের চেষ্টা করলে তিনি বাধা সৃষ্টি করেন। এসময় মন্টু খান পিটিয়ে তার হাত ভেঙে দেয় এবং জোরপূর্বক জমি দখল করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে তিনি কুমারখালী থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান। তিনি আরো জানান পরবর্তীতে মন্টু খানের মিউটেশন বাতিলের জন্য তিনি পূণরায় এ্যাসিল্যান্ড অফিসে দরখাস্ত দিয়েছেন তার শুনানির তারিখ আগামীকাল মঙ্গলবার।

"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"