ঢাকাMonday , 20 February 2023

যুবলীগ নেতার মৎস্য খামারে হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন

Link Copied!

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে যুবলীগ নেতার মৎস্য খামারে প্রতিপক্ষ হামলা চালিয়ে  সবজি বাগান সহ ১০ লাখ টাকার ক্ষতি করেছে বলে জানা গেছে। শনিবার ও রোববার ২ দিন  সদকী ইউনিয়নের গড়ের মাঠ ব্রীজ সংলগ্ন সুজন আলীর ভাই ভাই এন্টারপ্রাইজ মৎস্য  খামারে এই হামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুজন আলী জানান, তিনি প্রায় ২৭ বিঘা পরিত্যক্ত জমি বিভিন্ন জনের নিকট থেকে লিজ নিয়ে মাছের চাষ এবং পাড়ে সবজি বাগান করে ১৪ বছর উৎপাদনমুখী এই খামার পরিচালনা করছেন। ২০২২ সালে তিনি উৎপাদনমুখী খামারি হিসাবে সরকারিভাবে জাতীয় পুরস্কার পেয়েছেন। তার এই খামারের মধ্যে  নায়েব মুন্সির ২ বিঘা জমি রয়েছে। হটাৎ করেই নায়েব মুন্সি তাকে জমি ছেড়ে দিতে বললে তিনি সময় প্রার্থণা করেন। কিন্তু শনিবার থেকে রোববার পর্যন্ত  নায়েব মুন্সি, রবিউল হোসেন, নুরে মন্ডল, মুন্তাজ, ইন্তাজ মন্ডল ও লালচাঁদ সহ ২০/২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার খামারের সবজি বাগান তছরুপ ও জাল দিয়ে মাছ মেরে নেয়। এসময় তিনি বাধা দিতে আসলে ধারালো অস্ত্রের মুখে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।  সুবিচার পাবার আশায় তিনি থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খামারে একের ওর এক হামলা চালিয়ে পুকুরের পার কেটে ধান লাগাচ্ছে। তিলে তিলে গড়া তার মৎস্য খামারে প্রায় ৫০ লাখ টাকার মাছ রয়েছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নির্দেশ দেয়া হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন হোসাইন জানান, অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"