মো. ছাব্বির হোসাইন ( স্টাফ রিপোর্টার ): বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সহযোগিতায় রেলওয়ে হাফেজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আয়োজনে ১৩ জুন’২২ সোমবার সকাল ৯টায় খিলগাঁও শাহজাহানপুরে ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের বেঁফাস মন্তব্য, ঈমান ইসলামের প্রতি বিদ্বেষমূলক আলোচনা, রাহমতুল্লিল আলামীন আকায়ে নামদার হুজুর মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবীমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর নির্বাহী মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী মা.জি.আ. বলেন,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে অপমান সইবেনা মুসলমান। ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের বেঁফাস মন্তব্য, ঈমান ইসলামের প্রতি বিদ্বেষমূলক আলোচনা, রাহমতুল্লিল আলামীন আকায়ে নামদার হুজুর মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবীমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমীরি (রহ), হযরত নিজামুদ্দিন আউলিয়া (রহ.), হযরত কুতুবউদ্দিন বখতেয়ার কাকী (রহ.), হযরত মোজাদ্দেদ আলফেসানী (রহ ) এর ভারত আজ মুসলিম বিদ্বেষীদের হাতে জিম্মি। ধর্মীয় উগ্রতা ও মুসলমানদের নির্যাতনকে সরকারী পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন বেড়েই চলেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। স্বাধীনতার সহিত মুসলমানদের ধর্ম পালনের অধিকার চাই। এবং ধর্ম অবমাননার দায়ে নূপুর শর্মা ও নবীন জিন্দালের গ্রেফতার পূর্বক শাস্তি দাবী করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চলমান সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণ ও ভারত সরকারের প্রতি ক্ষমা চাওয়ার জোর দাবী জানাচ্ছি।
রেলওয়ে হাফেজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম খলিল আড়াইহাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- জনাব আব্দুল খালেক, মওলানা কাজী মনির উদ্দীন, মাওলানা মেছবাহ উদ্দীন আশরাফী, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী, অ্যাডভোকেট শাহীদুল আলম রিজভী, মাওলানা তোফায়েল আহমেদ, হাবিবুর রহমান ভুঁইয়া, মোহাম্মদ মাঈনুদ্দীন, এম এম নাঈম উদ্দীন।
"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"