মোশারফ হোসেনঃ কুষ্টিয়া কুমারখালীরতে ৪ শ’ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ মোঃ হেদায়েত ও মোঃ চান্নু মন্ডল নামে দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে কুষ্টিয়া র্যাব-১২।
কুষ্টিয়া র্যাব-১২ এর সূত্র মতে জানা যায়, ৩০ এপ্রিল বিকাল ৪টা ৪৫ মিনিটের সময়, কুমারখালী লালন আবাসন-২ য়ে, একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার শ’ পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ হেদায়েত হোসেন (৫০) পিতা-মৃত সোকমুদ্দিন বিশ্বাস, সাং-লালন আবাসন-২ এবং মোঃ চান্নু মন্ডল (৩২), পিতা-মোঃ মিনহাজ মন্ডল, সাং-হাসদিয়া কে আটক করা হয় । এই সময় আটককৃতদের সাথে থাকা ১টি মোটরসাইকেল আটক করা হয় ।
আবুল কালাম আজাদ কুষ্টিয়া র্যাব ১২ এর এএসপি বলেন, হেদায়েত ও চুন্নু নামে দুই মাদক ব্যবসায়ীকে কুমারখালী থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"