ঢাকাWednesday , 13 April 2022

কুমারখালীতে ভ্যান চোর আটক

Link Copied!

মোঃ রবিন হোসেনঃ কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যান চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক। মঙ্গলবার দুপুরে জনগণ পৌরসভার কাজীপাড়া মোড় থেকে ভ্যানচোর কুষ্টিয়া সদরের জামির ও কুষ্টিয়া মিরপুরের হামিদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয়রা জানান, রাজবাড়ী উপজেলার পাংশা উপজেলার ভ্যানচালক রায়হান নামের ১২ বছরের একটি ছেলে মোটরচালিত ভ্যানে ভাড়া নিয়ে কুমারখালীতে আসে। কুমারখালী বাজার থেকে হামিদুল নামক ব্যক্তি রায়হানকে ভাড়ায় যাবার কথা বলে ১০০ টাকা হাতে দিয়ে দড়ি কিনে আনতে বলে। এসময় রায়হান দড়ি কিনে ফিরে এসে তার ভ্যান খুঁজে না পেলে কান্না করতে থাকে। বাচ্চাটির কান্না দেখে স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে হামিদুলকে ভ্যান সহ কাজীপাড়া মোড় থেকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় হামিদুল জামির নামক ব্যক্তির কাছে ভ্যান বিক্রির চেষ্টাকালে তাকেও আটক করা হয়। এ বিষয়ে রায়হানের মা নাজমা খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, ভ্যান সহ চুরির সাথে সম্পৃক্ত দুজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেয়েছি মামলার প্রস্তুতি চলছে।

"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"