মোশারফ হোসেন–কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশে বুধবার দুপুরে পরিদর্শক মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে ।কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে অভিযান চালিয়ে মোঃ মইনুদ্দিনের নিজ বাড়ী হতে ৩ শ’ গ্ৰাম গাঁজা সহ মইনুদ্দিন কে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ব্যক্তি হলেন নন্দুলালপুর ইউনিয়নের গড়াইকোল গ্ৰামের শহর আলীর ছেলে মোঃ মইনুদ্দিন (৫২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুত্র মতে, আটককৃত গাঁজা যার আনুমানিক মূল্য (১২) হাজার টাকা মাত্র। মইনুদ্দিন এলাকায় একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ কুষ্টিয়া। পরিদর্শক বেলাল হোসেন সহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।
পরবর্তীতে কুমারখালী থানায় পরিদর্শক মোঃ বেলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ০১টি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া পরিদর্শক মোঃ বেলাল হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১০ তারিখ ৬/৪/২০২২।
"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"