কুষ্টিয়ার কুমারখালীতে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত পাট প্রদর্শনীর উপর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল সরকারী স্কুল মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলাম। অনুষ্ঠান শেষে ১২০ জন কৃষকের মাঝে পেয়ারার চারা বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :