কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন চড়াইকোল ষ্টেশন বাজারে গনমাধ্যম কর্মী শাহিন সরকার ঘোষিত লকডাউন সচেতনমুলক কথা, ও সংবাদ সংগ্রহ করতে গেলে প্রাণনাশের হুমকি দেয় অসাধু দোকান ব্যবসায়ীরা। গত (২৬ জুলাই ২০২১) সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চড়াইকোল ষ্টেশন বাজারে এই ঘটনা ঘটে। জাতীয় দৈনিক বাংলাদেশর আলো উপজেলা প্রতিনিধি শাহিন হোসেন বলেন, সন্ধ্যার পর চড়াইকোল ষ্টেশন বাজারে দোকান খোলা দেখলে সচেতনমুলক কথা বলতে ও সংবাদ সংগ্রহ করতে গেলে, মোঃ মামুন হোসেন (২৫) পিতা আঃ মজিদ, কালা সোহেল (২৭) পিতা আঃ মালেক, মোঃ শাহিন (২৮) পিতা নজরুল ইসলাম, মুছাই (৩৫) পিতা সুজে ইসলাম, নিয়েব আলী (২৬) পিতা মৃত মোংলা, নান্টু আলী (৩৬) পিতা আঃ হামিদ আলী, সর্ব সাং পুটিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার ভয় ভীতি হুমকি ধামকি ও প্রান নাশের হুমকি দেয়। কুমারখালী থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :