মসজিদ মাদ্রাসা ও অসহায় মানুষকে দান করে যাচ্ছেন স্বার্থহিন ভাবে সাউথ আফ্রিকা প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়িক মোঃমনি। জনি আহম্মেদ স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারার মাধবপুর গ্রামের মোঃনজরুল সরকারের ছেলে সাউথ আফ্রিকা প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়িক মোঃ মনি, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে ও অসহায় মানুষকে স্বার্থহীন ভাবে দান করে যাচ্ছেন। শুক্রবার ৩ তিনটি মাদ্রাসায় কার্পেট দিয়েছেন তিনি,মাধবপুর হাফিজিয়া ফুরকানিয়া আাবাসিক মাদ্রাসা লিল্লাহ বোডিং। রায়টা লিছিন্ডিয়ার মাদ্রাসা, কুচিয়ামোড়া মাদ্রাসা। এছাড়াও করোনার প্রথম ঢেও চলাকালীন সময় থেকে মোঃমনি অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সেবা ও অনুদান দিয়ে আসছেন। এছাড়াও স্কুল কলেজ, এতিমখানা, বিয়ে,ধর্মীয় অনুষ্ঠান সহ স্বার্থহীন ভাবে টাকা পয়সা, কার্পেট,সিমেন্ট, রড, ইত্যাদি দিয়ে আসছেন। মোঃমনি সাউথ আফ্রিকায় নিজে একজন সফল ব্যবসায়িক। তিনি বলেন দান সাদকা উত্তম ইবাদত। দুনিয়ার কল্যাণে ও পরকালের মুক্তি লাভের জন্য আমি দান সাদকা করে যাবো সবার কাছে দোয়া চাই।
আপনার মতামত লিখুন :