নৌকা ও উটপাখি মার্কা নির্বাচনী অফিস পরিদর্শন ও উদ্বোধন করলেন মেয়র সামছুজ্জামান অরুন
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২১, ১:৩৪ অপরাহ্ন /
৩৫৬

কুমারখালী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মননীত মেয়র পদপ্রার্থী জনাব মোঃ সামছুজ্জামান অরুন গত ০১/০১/২০২১ ইং তারিখ রাত ৮ঃ৩০ ঘটিকায় দুর্গাপুর কাজিপাড়াতে নিজ প্রতিক নৌকা এবং পৌ্র ১নং ওয়ার্ড উটপাখি মার্কা প্রার্থী মোঃ আনিসুর রহমান আনিস এর নির্বাচনী অফিস উদ্বোধন এবং পরিদর্শন করেন। উদ্বোধন কালে মেয়র জনাব সামছুজ্জামান অরুন বলেন, আমি চাই ১ নং ওয়ার্ডে যিনিই কাউন্সিলর হোন সবার প্রথমে জনসেবা করার মানসিকতা রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সকল সুযোগ-সুবিধা গনগনকে দিতে হবে। অবশ্যই নির্বাচন জয়ী হওয়ার জন্য কেউ খারাপ পথ অবলম্বন করবেন না। সাধারন জনগন যাকে ইচ্ছা তাকে ভোট দিবে।আগামী ১৬ই জানুয়ারী শান্তিপূর্ণ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগনের মতামত বা তাদের পছন্দকৃ্ত প্রার্থীই কাউন্সিলর হবে বলে আমি মনে করি। এছাড়াও তিনি বলেন, নির্বাচনী প্রচারনায় কেউ হস্তক্ষেপ বা কোনো বাধা প্রদান করলে অবশ্যই তার বিচার হবে। সকলকে আমি শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে মোঃ আনিসুর রহমান আনিস সহ সকল ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের জন্য রইলো শুভকামনা।
Related
আপনার মতামত লিখুন :