জনি আহম্মেদ স্টাফ রিপোর্টার:- বাংলাদেশের সুনামধন্য হাবিব এম.এম.এ একাডেমি আয়োজিত। মিক্সড মার্শাল আর্ট টুর্নামেন্টি গত ১৩ ই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুর পুর গ্রামের ডাক্তার মোঃশেরেগুল এর পুত্র ও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,মোঃ সাইফুল ইসলামের এর ভাতিজা আব্দুর রহমান মেহেরপুরের টপ টিম একাডেমিতে মাত্র ৭ দিনের ক্যাম্প করে রানার্সআপ হয়। রানার্সআপ খেলোয়ার আব্দুর রহমান জানান,মিক্সড মার্শাল আর্ট আমরা জীবনের প্রথম খেলা এটি, দ্বিতীয় স্থান অধিকার করাতে আমি অনেক আনন্দিত। আশা করি সামনে আরো ভালো কিছু করবো। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। দেশের জন্য ভালো কিছু করতে চাই এজন্য ইস্পন্সার দরকার। আমার রানার্সআপ লাভের পিছনে যে দুটি মানুষের পরিশ্রম এবং এখানে দাড়ানোর সুযোগ করে দিয়েছেন তাদের কে অনেক ধন্যবাদ হুসাইন কবির ও মনজুর আলম কে। মনজুর আলম ও হুসাইন কবির আরও জানান, আব্দুর রহমান অল্প দিনের মধ্যেই অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক ভালো মানের খেলোয়াড় হয়ে উঠেছেন আশা করি আগামীতে আরো ভালো করবেন। মনজুর আলম এবং হুসাইন কবির জানান, আমরা দুই দুই বার দেশের বাইরে থেকে গোল্ড মেডেল অর্জন করেছি। এবং সেটা অনেক কষ্ট করে অর্জন করেছি। এবং বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। তাই আমরা মেহেরপুরে মিক্সড মার্শাল খেলায় আগ্রহীদের জন্য এক টি ক্লাব খুলেছি যেখানে তারা যেন নিয়োমিত খেলা প্যাকটিজ করতে পারে। বর্তমানে ক্লাবের সদস্য সংখা ২০ জনে পরিনত হয়েছে।আগামীতে আরো হবে বলে আশা করা যায়। হুসাইন কবির বলেন, আব্দুর রহমান সহ সকল ফাইটারদের ভবিষ্যেৎ মঙ্গল কামনা করে মেহেরপুর মিক্সড মার্শাল আর্ট ক্লাবে আগ্রহী খেলোয়াড়দের আহব্বান জানান। যোগাযোগ: 01762647804
আপনার মতামত লিখুন :