পাবনা সদর ভাঁড়ারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত।
মোশারফ হোসেন।
পাবনা সদর উপজেলার ৭ নং ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড উপনির্বাচনে বেসরকারি ফলাফলে স্বপন বিশ্বাস মোরগ প্রতীক নিয়ে ৯ শত ২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শহিদুল ইসলাম, ফুটবল মার্কা নিয়ে ৮শত ৯১ ভোট পায়।
এছাড়াও তালা প্রতীকের মেম্বার প্রার্থী সোহেল তাজ পেয়েছেন ১০ ভোট। চর ভবানীপুর ২ টি কেন্দ্রে ২০ অক্টোবর সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হয়। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার বিশ।
স্বপন বিশ্বাস বিজয়ের ফলাফল পাওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ৯ নং ওয়ার্ড বাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আবারো এখানে মুক্তিযুদ্ধ পক্ষ শক্তির বিজয় অর্জিত হলো।’
আপনার মতামত লিখুন :