মোঃ গোলামুর রহমান: রাঙ্গামাটি লংগদু উপজেলায় বাংলাদেশ আওয়ামীলিগের উদ্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) লংগদু উপজেলা আওয়ামীলিগের কার্যলয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মুনাজাতের আয়োজন করেছে উপজেলা আওয়ামীলিগ ও অঙ্গসংগঠন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলিগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার,উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ সহ অনেকেই।
এসময় কেক কেটে উস্থিত সকলকে খাওয়ানো হয় এবং দোয়া মুনাজাত ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা করা হয়।
দোয়া মুনাজাত করেন লংগদু উপজলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম সাহেব।
"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"