তাহিরপুর থানায় নতুন, ওসি যোগদান করেছেন মোঃআব্দুল লতিফ
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২০, ১১:০৫ অপরাহ্ন /
২০৮
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় নতুন যোগদান করেছেন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তিনি তাহিরপুর থানার ওসি হিসাবে যোগদান করেন।
তাহিরপুর থানায় আব্দুল লতিফ অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর তিনি জানান, ‘আমার উপর অর্পিত দায়িত্ব সততা, ন্যায়নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সহিত সঠিকভাবে পালন করতে সকলের কাছে সহযোগীতা কামনা করি। সেই সঙ্গে সবার কাছে দোয়া চাই।
তিনি আরও জানান, ‘তাহিরপুর থানা কে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, জুয়া ও নদীকে চাঁদাবাজ মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি। আমি মানবিক পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
উল্লেখ্য যে, তাহিরপুর থানায় যোগদানের পূর্বে তিনি সুনামগঞ্জ ডিআইও ২ হিসাবে সত্যতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
Related
আপনার মতামত লিখুন :