ঢাকাWednesday , 22 July 2020

সাধারণ মানুষের সেবায় লিফলেট ও মাস্ক নিয়ে ছাত্রলীগ

Link Copied!

 

মোঃ গোলামুর রহমান:
 করোনা ভাইরাস  কোভিড-(১৯) এর বিস্তার রোধে  মানুষকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ লংগদু উপজেলার প্রচার প্রচারণা।
 কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও রাংগামাটি জেলা ছাত্রলীগের সার্বিক সহযোগীতায়, লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে লংগদু উপজেলা ছাত্রলীগ।
বুধবার (২২ জুলাই) সকাল ১১ টার সময় লংগদু উপজেলার মাইনী বাজারের লঞ্চঘাট, গাড়ি স্টেশন, মসজিদ রোড এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মাস্ক ও  লিফলেট বিতরণ করেছে তারা।
এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন।
উপস্থিত বক্তব্য তারা বলেন  করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিতায় ছাত্র সংগঠন হিসেবে মানুষকে সহায়তা করতে এগিয়ে আসছে ছাত্রলীগ। এর আগেও লংগদু উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে।
রাংগামাটি জেলা ‌ছাত্রলীগের সহ সম্পাদক নেছার উদ্দীন হৃদয় বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসা উচিত। এটা কারো একার সমস্যা নয়, এটা একটা জাতীয় সমস্যা। লংগদুবাসীকে করোনা ভাইরাস রোধে ও সচেতন করতে  মাস্ক ও একই সঙ্গে কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা যায় সে বিষয়ে সচেতনতামূলক লিফলেট প্রচার করছি।
তিনি আরো বলেন, দেশের এই সমস্যায় ছাত্রলীগের একজন কর্মীও বসে থাকতে পারে না।সকলকে সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে।আমরা লংগদু উপজেলা ছাত্রলীগ অতীতও বিভিন্ন সামাজিক কাজে অসহায় মানুষের পাশে ছিলাম এখনো সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করে মানুষের সেবায় নিয়োজিত আছি থাকবো।

"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"