কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে শনিবার ১৬ ই মে ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার ও ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট জনাব মোঃসোহেল মারুফের অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩ (তিনটি) দোকানিকে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ ,২৫( ১)খ) মোতাবেক কুচিয়ামোড়া বাজারে ১ টি দোকানিকে ১৫ হাজার ধরমপুর ও সাতবাড়িয়া বাজারের ২ (দুটি) দোকানিকে ১০০০ টাকা করে সর্বমোট ১৭০০০ (সতের) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত রাখতে -বিভিন্ন স্থানে অভিযান করেন , ভেড়ামারা বাজার, গোলাপ নগর বাজার, বাহাদুরপুর বাজার, কুচিয়ামোড়া বাজার, জুনিয়াদহ বাজার,পরান খালি বাজার,ধরমপুর বাজার,সাতবাড়িয়া বাজার। এবং সবাইকে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য সতর্ক করা হয় ,ঘরেই থাকুন, সুস্থ থাকুন, অন্যদের নিরাপদে রাখুন। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর সভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল , ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এই অভিযান চলমান থাকবে।
"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"