গুলশাখালীতে ঢাকা ফেরত একজন হোম কোয়ারেন্টাইনে
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২০, ১০:২২ পূর্বাহ্ন /
২২৬
করোনা ভাইরাস বিস্তার রোধে লংগদু উপজেলার গুলাশাখালীতে ঢাকা ফেরত একজন কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা নাঙ্গল বন ফেরত লংগদু উপজেলার গুলাখালী ইউপি ১নং ওয়ার্ড মুহাম্মদপুর এলাকায় মোঃ আনোয়ার হোসেন পিতাঃ সাইফুল ইসলাম কে সরকারী বিধি অনুযায়ী স্থানীয় ইউপি সদস্য ও প্রতিনিধিরা একা এক ঘরে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেন।
উক্ত এলাকার ইউপি সদস্য মোঃ শেখ চান বলেন গত সোমবার রাত ৮টার সময় সে এলাকায় প্রবেশ করে, পরে আমরা খবর পেয়ে তাকে একা এক ঘরে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করি এবং তার ঘরের সামনে লাল পতাকা ও ১৪ দিন পর্যন্ত সকলের সাথে দুরুক্ত বজায় রাখার জন্য আদেশ করি।
তিনি বলেন উক্ত ব্যক্তি ছাড়াও আরো চারজন রাঙ্গামাটি ফেরত কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়, আমরা হোম কোয়ারেন্টাইনে থাকা সকলের খুজখবর রাখছি এবং আগামীতে নতুন কেউ আসলে সরকারী নিয়ম অনুযায়ী তাদের হোম কোয়ারেন্টানের ব্যবস্থা করা হবে।
Related
আপনার মতামত লিখুন :