মঙ্গলবার,সকাল ৮টার দিকে রাঙামাটি,মানিকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিত্য দিনের মত উন্মেষ ভলেন্টিয়ারের সদস্যরা স্প্রে করতে মানিকছড়ি যাচ্ছিল। সেই সময় হঠাৎ বহনকারী সিএনজিটি মানিকছড়ি পাহাড়টি নামতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মানিকছড়ি সেনা ক্যাম্পের সিঁড়িটি ধাক্কা মারে। এ ঘটনায় সিএনজি চালক সহ উন্মেষ ভলেন্টিয়ারের চার সদস্য আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন, উন্মেষ সভাপতি বিটন চাকমা, কানন চাকমা, মিতু চাকমা ও ত্রিশিলা চাকমা।
এদিকে ঘটনার পরপরই উন্মেষ ভলেন্টিয়ারের আহত সকল সদস্যর চিকিৎসার খোঁজ খবর নেন এবং সকল চিকিৎসা খরচের ব্যয় বহনের আশ্বাস দেন রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশ।
আপনার মতামত লিখুন :