রাঙামাটিতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা ব্যক্তির মৃত্যু
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২০, ১:০২ অপরাহ্ন /
১৭৪
জ্বর,সর্দি, শ্বাসকষ্ট’সহ করোনা উপসর্গ নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া ৫৫ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাত ২ টার দিকে তার শ্বাসকষ্ট জনিত রোগের কারণে ব্যক্তিটি মারা যায়। মারা যাওয়া ব্যক্তিটি রাঙামাটি শহরের রুপনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রাঙামাটি স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিট এর দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ডাঃ মোস্তফা কামাল জানান, মারা যাওয়া ব্যক্তিটির রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পদি নেগেটিভ হয় তাহলে মারা যাওয়া ব্যক্তির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর যদি পজেটিভ হয় তাহলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে তাকে দাফন করা হবে।
Related
আপনার মতামত লিখুন :