আজ ৩ এপ্রিল কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশের সহায়তায়
বিপজ্জনক করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব এবং আইন অনুযায়ী দোকান ও যানবাহন চলাচল নিশ্চিত করার লক্ষে উপজেলার ছেঁউড়িয়া, বাঁশগ্রাম বাজার, শিলাইদহ বাজার, মাজগ্রাম এবং কল্যানপুরে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইন অমান্য করায় ৬ জনকে দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোট ১৩ হাজার টাকা জরিমানা করেন।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন শাহরিয়ারের নেতৃত্বে সেনাবাহিনী এবং কুমারখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন। নিজেদেরকে নিরাপদ রাখতে সামাজিক দুরত্ব বজায় রাখুন ও ৬ ফুট দুরত্বে অবস্থান করুন।
আপনার মতামত লিখুন :