রাঙামাটির কাপ্তাই উপজেলায় উসুইপরু মারমা (৩০) নামে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (১ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। উসুইপরু মারমা ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একদল মুখোশধারী অস্ত্রধারী সন্ত্রাসী উসুইপরুর বাড়িতে প্রবেশ করে তাকে বাড়ির বাইরে ডেকে এনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
আপনার মতামত লিখুন :