ঢাকাSaturday , 28 March 2020

লংগদুতে লকডাউনে সাধারণ মানুষ পেলো খাদ্যসামগ্রী

Link Copied!

রাঙ্গামাটি লংগদুতে করোনার বিস্তার রোধে যখন উপজেলাকে লকডাউন করা হয়, তখন সাধারন শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে গরীব অসহায়দের পাশে দাড়ালেন উপেজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
শনিবার ২৮ মার্চ উপজেলার গরীব অসহায়দের মাঝে ক্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা সদরের প্রায় ২০০ পরিবারকে চাউল ৫ কেজি, তৈল ৫০০, চিনি ৫০০,আলু ১ কেজি, পিয়াজ ৫০০, করে সকলের মাঝে বিতরণ করা হয়।

 

ক্রাণসামগ্রী  বিতরণের সময় উপস্তিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার  এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ অন্যান্যরা।
খাদ্যসামগ্রী বিতরণ কালে মহামারি নোভেল করোনার প্রাদুর্ভাব সম্পর্কে সকলকে বুজানো হয়। সর্বদা হাত,মূখ, পরিষ্কার ও মূখে মাক্স লাাগিয়ে সচেতন থাকার কথা বলা হয়। জরুরী কাজ ছাড়া কোনরকম ভাবে ঘুরাফেরা না করার জন্য সকলকে সাবধান করা হয়।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকলকে নিজ দায়িত্বে সচেতন থাকতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। যদি কারো কোনরকম অসুস্থতা দেখা দেয় তাহলে জরুরী ভিত্তিতে ডাকতারের পরামর্শ নেওয়ার কথা বলা হয়।
এসময় তারা আরো বলেন পর্যায়ক্রমে উপজেলা সকল গরীব অসহায়দের সাহায্য সহযোগীতা কর হবে।

"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"