মোঃ রোকনুজ্জামান
প্রভাতে সেদিন শুনেছিনু উঠিয়া,
জয় বাংলা, জয় বাংলা !!
পাখিদের কলরবে, প্রকৃতির হিম বাতাসে
গাহিতেছে গান, দুলিতেছে তরী
ফুলিতেছে জোয়ার, উঠিতেছে ঢেউ
দুর গহীন থেকে আওয়াজ আসিতেছে,
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু !!
কিষাণ-কিষাণি, মাঝি আর মোল্লা
রক্তজয়ের মিছিল ডেকেছে,
বিজয় আনিয়াছে ছিনিয়া।
বাতাসে তখনও লাশের গন্ধ ভাসে,
শকুনের দল বড় আহ্লাদে।
বোন হারা ভাই, পিতা হারা ছেলে
অশ্রুহীন চোখে, ছুটছে মিছিলের দিকে।
এক সাগর রক্ত পাড়ি দিয়ে,
মিছিল ছুটছে দূর থেকে বহু দূরে।
কত ধর্ষিতা, কত রোগি, কত শোকি
সবাই ছুটছে মিছিলের দিকে।
একটাবার, শুধু একটাবার বলার জন্য
জয় বাংলা, জয় বাংলা !!
মৃত্যুকে যারা আলিঙ্গন করিয়াছে বহুবার।
যারা মৃত্যুকে ভাসতে দেখেছে
পথে, ঘাটে, প্রান্তরে
ছুটছে সবাই ছুটছে,
বিজয়ের গান গাইবে বলে।
শ্লোগানে কাপছে জনতার ঢেউ,
সহস্র বছরে গ্লানি, পরাধীনতাকে পেরিয়ে
সবাই ছুটছে বিজয়ের ভিড়ে।
মিছিল ছুটছে দূর থেকে বহু দূরে।
আজও সেই মিছিল ছুটুক
সত্যের পথে, দূর থেকে বহু দূরে।
"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"