প্রেস বিজ্ঞপ্তি
আজ বাংলা ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারী-২০২০) সকাল ৯টায় উন্নয়ণ বোর্ডস্থ দলীয় কার্যালয়ে (আইএবি মিলনায়তন) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ হোসেন মল্লিকের সঞ্চালনায় ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মুনতাছির আহমেদ
আলোচনায় সভায় বক্তরা বলেন মাতৃভাষা বাংলায় উচ্চতর শিক্ষা নিশ্চিত করতে হবে,
নিজের মাতৃভাষার জন্য জীবন দিয়ে বাঙালি জাতী এক গৌরবময় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু বর্তমান বাংলা ভাষার যে অপব্যবহার, তা আমাদেরকে মর্মাহত করে। এখনো অফিস আদালতসহ সর্বত্র বাংলা ভাষার শতভাগ ব্যবহার নিশ্চিত করা যায়নি। আকাশ সংস্কৃতির প্রভাবে বহু ত্যাগে অর্জিত বাংলা ভাষা আজ ক্ষতবিক্ষত।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সহ সভাপতি ইমাম হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পদাক মিরাজুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল হক প্রমুখ।
আপনার মতামত লিখুন :