কুষ্টিয়া কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর পাকার মাথা নামক স্থানে ট্রাকটরের ধাক্কায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আজ ৩ ফেব্রুয়ারী বিকেলে চর মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র কালাম প্রামাণীকের ছেলে নাসিম উল্লেখিত স্থান দিয়ে হেঁটে যাবার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসা ট্রাকটরের ধাক্কায় ছিটকে রাস্তায় উপর পড়ে যায়। রাস্তার উপর মুখ থুবরে পড়ে নাসিমের কপাল ফেটে যায় এবং পায়ে ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক পথচারীরা ঘটনাস্থলে ট্রাকটর আটকে রেখে নাসিমকে দ্রুতগতিতে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নাসিমের কপালে দুটো সেলাই দেয়া হয়েছে। এদিকে আটকে রাখা ট্রাকটরের মালিক তারাপুর গ্রামের মুক্তার হোসেন এলাকাবাসীকে নাসিমের চিকিৎসার ব্যবস্থা করার কথা বলে কৌশলে তার গাড়িটি নিয়ে সটকে পড়ে।
আপনার মতামত লিখুন :