বৈরাগী বাজার মোটর সাইকেল মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনী ফলাফল প্রকাশ।
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২০, ২:২১ অপরাহ্ন /
৬৫৪
রাঙ্গামাটির লংগদু উপজেলা বগাচত্বর ইউপি বৈরাগী বাজার সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় আজ ৩০জানুয়ারী বৃহস্পতিবার।
সকাল ৯. ০০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়। উক্ত নির্বাচনে দায়িত্ত পালন করেন লংগদু উপজেলা সমবায় সমিতির সেকেন্ড অফিসার জনাব নুর মোহাম্মদ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব ইকবাল সওদাগর সহ অন্যআন্যরা।
মটর সাইকেল সমিতিটি দুইটি ইউনিয়নে মোট ২০০ অধিক ভোটার নিয়ে গঠিত। ভোট গ্রহনের সময় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
কোন রকম আপত্তিকর গঠনা ঘঠেনি।
নির্বাচনে সভাপতি জয়ী হয়েছেন মোহাম্মদ মমিনুল ইসলাম, বৈরাগী বাজার, সহসভাপতি মোঃ জাফর হোসেন চাইল্যাতলি ,সাধারন সম্পাদক মোহাম্মদ নুর নবী শিবারআগা,কোষাধ্যক্ষ মোহাম্মদ মানিক মিঞা বৈরাগীবাজার।
তবে সকলের মনে একটি আনন্দ সেটি হলো যারা নির্বাচিত হয়েছে সকল প্রার্থী নতুন। দায়িত্তেরত অবস্থায় যেনো সকলে নিজেদের মানমর্যদা ধরে রাখে সেই আশায় করছেন সাধারন চালকরা।
Related
আপনার মতামত লিখুন :