বৈরাগী বাজার মোটর সাইকেল মালিক সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচনের চলছে প্রচার প্রচারণা
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২০, ১০:১৬ পূর্বাহ্ন /
২৯৩
রাঙ্গামাটি জেলার অন্তর্গত লংগদু উপজেলার ৪নং বগাচত্বর ইউনিয়ন বৈরাগী বাজার মোটর বাইক চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের চলছে প্রস্তুতি।আগামী ৩০ জানুয়ারী ২০২০ ইং রোজ বৃহস্পতিবার নির্বাচনের সময় দেওয়া হয়।
মূলত দুই ইউনিয়ন ভাসান্যদম এবং বগাচত্বর মোটর বাইক চালকরা একটি সমিতির অন্তর্ভূক্ত। এই দুই ইউনিয়নে চলছে ঝাকজমক প্রচারণা।
নির্বাচনে সভাপতি পদে রয়েছেন
২জন,সহসভাপতি পদে রয়েছেন ২জন, সাধারন সম্পাদক পদে রয়েছেন ২জন,সিনিয়র সদস্য পদে রয়েছেন ৫জন, জয়েন সেক্রেটারি পদে রয়েছন ৩জন,এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন ২জন।
গতকাল থেকে প্রার্থীদের প্রচার প্রচারণা নিয়ে জমে উঠেছে অত্র এলাকা। যদিও চালক বিহীন অন্যরা ভোটার নয় এবং ভোটে অংশগ্রহন করতে পারেবেনা। তারপরেও জনসাধারন সহ সকলের মাঝে নির্বাচনী হাওয়া বয়ে চলছে।
প্রার্থীদের সাথে কথা বলে জানাগেছে ভোটের দিন নিরাপত্তার ব্যবস্থা থাকবে। সকলে তার নিজ দায়িত্বে ভোট দিতে পারবে সেই সুযোগে কেউ হস্তক্ষেপ করতে পারবেনা।
এবং তারা আরো বলছেন চালকদের সমিতি থাকা যেমন আবশ্যক তেমনি সেই স্থানে যোগ্য ব্যাক্তি থাকাও আবশ্যক। সবার দুঃখে সুখে যে ব্যাক্তি পাশে দাড়াবে সেই প্রার্থীকে ভোটে জয় করবে চালকরা। এই সুবিধা শুধু আমাদের মাঝে সীমাবদ্ধ থাকবেনা যাত্রীদের সুযোগ সুবিদের কথাও আমরা মাথায় রাখবো এবং কাজ করে যাবো।150
Related
আপনার মতামত লিখুন :