গত ১২ জানুয়ারী ২০২০, রোববার রাঙামাটি শহরে কোর্ট বিল্ডিং এলাকায় সাড়ে চার বছর বয়সী শিশু ফারজান আহমদকে গলাই জবাই করে হত্যা চেষ্টা করে শিশুটির সৎ মা কাউছার ফেরদৌস। তখন আহত শিশু ফারজান আহমদকে উদ্বার করে রাঙামাটি জেনারেল হাসপালে পাঠানো হলে দ্রুত অস্ত্রপাচার করতে রক্তে প্রয়োজন পড়ে। আহত শিশু ফারজান আহমদের জীবন বাঁচাতে তাৎক্ষনিক রক্তের প্রয়োজন বিষয়টি উপলদ্ধি করে রক্ত দানে এগ্রিয়ে আছেন রাঙামাটি জেলায় কর্মরত দুই পুলিশ সদস্য কনস্টেবল মোঃ শাকিল ও কনস্টেবল আল মাসুদ রাজু। এই দুই পুলিশ সদস্যদের মহানুভবতার দৃষ্টান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সকলের নজর কাড়ে। এই দুই পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বৃদ্ধি করছে। তাদের এই মহানুভাবতার স্বীকৃতি স্বরুপ মহৎ কাজে অন্যদেরকে অনুপ্রাণিত করতে রাঙামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর কবীর, পিপিএম – সেবা মহোদয় ‘সম্মাননা স্মারক ‘ প্রদান করেন।
আপনার মতামত লিখুন :