পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় বুদ্ধধর্মের আলোড়ন সৃষ্টিকারী অনন্য মহাপুরুষ পরম পূজ্য আর্যশ্রাবক শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তের)’র ১০১ তম শুভ জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে সপ্তাহব্যাপী ধর্মপূজা অনুষ্ঠান শুরু হয়েছে। ০৩ জানুয়ারী ২০২০ শুক্রবার সকালে রাঙামাটি রাজবন বিহার হতে বৌদ্ধধমালম্বীদের ধর্মগ্রন্থ পবিত্র ত্রিপিটকে বণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রাঙামাটি শহরে প্রদক্ষিণ করা হয়। এই শোভাযাত্রায় শত শত বৌদ্ধধর্মালম্বীরা এসে যুক্ত হয়। সকাল থেকে রাঙামাটিতে গুটি গুটি বৃষ্টি পড়তেছে সাথে হালকা বাসাত আর কনকনে শীত উপেক্ষা করে ধর্ম শোভাযাত্রায় যোগ দিয়ে ধর্মের জয়ের ধ্বনিতে মুখরিত হচ্ছে রাঙামাটি শহর। এই সপ্তাহব্যাপী ধর্মপূজা ০৮ জানুয়ারী ২০২০ বুধবার পর্যন্ত চলবে।
আপনার মতামত লিখুন :