লাংগদু উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া যুব সমাজ ও এলাকাবাসী ২৬ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদে আছর হতে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিলেন।
উক্ত মাহফিল পশ্চিম বাইট্টাপাড়া জামে মসজিদের মাঠ মাইনীমূখ, লংগদু, অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ আব্দুল বারেক সরকার মাননীয় চেয়ারম্যান লংগদু উপজেলা পরিষদ।
প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন ও অত্র এলাকার কৃতি সন্তান ড. মাওলানা আলী হোসাইন অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান, কুরআনিক সাইন্স এন্ড ইসলামিক স্ট্যাডিজবিভাগ, আন্তর্জাতিক ইসলামীক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা বেলাল হোসাইন,সোনারগাঁও ঢাকা।হযরত মাওলানা সাদুর রশিদ,মাইনীমূখ কেন্দ্রীয় জামে মসজিদ।হাফেজ আরিফুল ইসলাম দারুল উলুম মাদ্রাসা রাঙ্গামাটি।
এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ ফোরকান আহমদ সাহেব। অধ্যক্ষ, গাঁথাছড়া বায়তুশ শরফ আদর্শ দাখিল মাদ্রাসা।
আমন্ত্রিত মেহমান হিসেবে অত্র উপজেলার সম্মানিত আলেম ওলামাগন ও উজেলার সম্মানিত নেতৃবৃন্দ সহ ভিবিন্ন দিক হতে আগত সাধারন জনগন উস্থিত ছিলেন।
বক্তারা মাহফিলে কোরআন হাদিসের আলোকে সকলকে বুঝানোর চেষ্টা করেন। এবং মুসলিমদের ঈমান আকিদা ঠিক ধরে রাখতে আল্লাহ ও তাঁর রাসুল (স:) এর আদর্শে গড়ে উঠার কথা বলেন। তারা বলেন দেশ ও জাতীকে মর্যাদা সম্পন্ন করতে কোরআন হাদিসের বিকল্প নেই।
শেষে দোয়া মুনাজাতের মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিলের সমাপ্ত করেন।।
"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"