আটারকছড়া ৩ব্রীজ বটতলা এলাকায় শহীদ মিনার উদ্ভোধন
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০১৯, ১০:৪৩ পূর্বাহ্ন /
২৬৫
লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের ৩ ব্রিজ বটতলায এলাকায় একটি শহীদ মিনার সকল শহীদের স্বরণে স্থাপন করা হয়।
উক্ত শহীদ মিনারটি আজ ১৫ডিসেম্বর ১৯ইং রবি বার বেলা ১২.০০ টায় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলার নির্বাহী অফিসার জনাব প্রবীর কুমার রায় মহোদয়।
আরো উপস্থিত ছিলেন ১নং আটারকছড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুর, মোঃ জিয়া, উপস্থিত ছিলেন অত্র এলাকার নেতৃবৃন্দ ও সাধারন জনগন।
শহীদ মিনারটি স্থাপনে এলাকাবাসী সকলে স্বাগত জানিয়েছেন। তারা বলেন শহীদ মিনারটি চোখে দেখলে একবার হলেও সকল শহীদের কথা একবার হলেও মনে পড়ে।
Related
আপনার মতামত লিখুন :