শিবারেগা অবৈধ সম্পর্কের কারনে ছুরি আঘাতে আহত দুই পাহাড়ী
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০১৯, ৩:৫৬ অপরাহ্ন /
২৯৮
লংগদু উপজেলায় অদ্য ১১ডিসেম্বর ১৯ইং বুধবার সন্ধা প্রায় ৭.৩০ মারিশ্যাচর এলাকার ৭নং ওয়ার্ড শিবারেগা কয়েকজন পাহাড়ী নিজেদের মধ্যে কোলাহল সৃষ্টি করে ছুরি আঘাতে আহত হয় দুই জন।
আহতরা হলেন চিরজ্যোতি চাকমা (৩৫)পিতাঃ চিকন চান। এবং অপরজন দানবিরু চাকমা (২৮) পিতাঃ লালন চন্দ্র।
প্রত্যক্ষদর্শীদের কাছে এসম্পর্কে জানতে চাইলে তারা বলেন শ্যামল চাকমার সাথে দানবিরুর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে ছিলো এ কথা জানাজানি হলে এ ঘঠনা গঠে। শ্যামল চাকমা তাদের উপর আক্রমন চালায়। একজনের গলায় ছুরি দিয়ে আঘাত করে অপর জনের পেটের মধ্যে চুরি ঢুকিয়ে আহত করে।
উল্লেখ্য এলাকাবাসী বলেন যে এবিষয় নিয়ে কিছু দিন আগে শ্যামল চাকমার গ্রাম্য ভাবে বিচার করা হয়েছিলো।তারপর থেকে সে ভালো চলছিলো কিন্তু পূর্বের রেশ ধরে সে এই কাজটি করেন।
বর্আতমানে আহতদেরকে লংগদু সদর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে গেছেন এলাকাবাসী।আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ।
Related
আপনার মতামত লিখুন :