ইফা ইমামদের সাথে মতবিনিময় সভা করেন লংগদু উপজেলা থানা পুলিশ
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০১৯, ১২:৩৮ অপরাহ্ন /
৩৩১
“পুলিশের সংঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি”
লংগদু ইসলামী ফাউন্ডেশনের ইমামদের সাথে জঙ্গী-মাদক-সন্ত্রাস মুক্ত আলোচনা করেন লংগদু উপজেলা থানা পুলিশ।
অদ্য রোজ বুধবার ১১ডিসেম্বর ১৯ ইং সাকাল ১০. ০০ সময় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পুলিশের সংঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই উক্তিকে সামনে রেখে তারা আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু থানা ইনচার্জ জনাব সৈয়দ মোহাম্মদ নূর, ইফা উপজেলা ফিল্ড অফিসার জনাব মহদোহাম্মদ নূর কাদেরী,মডেল কেয়ারটেকার জনাব মাওঃ সোহেল আহম্মদ সাহেব,সাধারন কেয়ারটেকার সহ ভিবিন্ন সমাজের সম্মানিত ইমামগন।
আলোচনা সভায় বক্তারা বলেন সকলকে সাহসীকতার সাথে মাদক-জঙ্গী-সন্ত্রাসদের বিরুদ্ধে কাজ করে যেতে হবে।তারা আরো বলেন সমাজে বাল্যবিবাহ শিশু নির্যাতন কোন ভাবে সহয্য করা যযাবেনা।
ইমামদের উদ্যেশ্য করে তারা বলেন আপনাদের প্রতি আহ্বান থাকবে কোন রকম মাদক-সন্ত্রাস-জঙ্গী-বাল্যবিবাহ সহ যত রকম অন্যায় অত্যাচার রয়েছে এইসবের বিরুদ্ধে রুখে দাড়াবেন। এইরকম কোন তথ্য পেলে ৯৯৯ এই নাম্বারে কল করে জানাতে পারবেন পরিচয় গোপন করে।
Related
আপনার মতামত লিখুন :