রাঙামাটিতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০১৯, ১:৩১ অপরাহ্ন /
১৭৩
রাঙ্গামাটিতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।” পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন করি, কৈশোরকালীন মাতৃত রোধ করি ” এই প্রতিপাদ্যের আলোকে মঙ্গলবার সকালে রাঙ্গামাটি উপজেলা পরিষদ হল রুমে এই সভার আয়োজন করেন আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাঙামাটি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান, সদর পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, সদর মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মকর্তা বিমল কান্তি চাকমা সহ পরিবার পরিকল্পনা বিভাগের সদর এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে পারলে কৈশোরকালীন মাতৃত রোধ ও শিশু মৃত্যুর হার কমানো সম্ভব। সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যন্ত এলাকায় এই প্রচার -প্রচারনা অব্যাহত রাখা প্রয়োজন। বক্তারা আরো বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ে মানুষের মৌলিক অধিকারগুলো যাতে পরিপূর্ন হয় সে লক্ষে বর্তমান সরকার গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।
Related
আপনার মতামত লিখুন :