রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং কমিটি চালক ও হেল্পারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০১৯, ২:১১ অপরাহ্ন /
১৬১
৩০ নভেম্বর ২০১৯ রোজ শনিবার, রাঙামাটি পার্বত্য জেলার ট্রাক স্ট্যান্ড প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং কমিটি চালক ও হেল্পারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব মোঃ ছুফি উল্লাহ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মহদোয় উপস্থিত চালক ও হেল্পারদের উদ্দেশ্য বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাঙ্গামাটি পুলিশ বদ্ধপরিকর।
সম্প্রতি চালু হওয়া সড়ক পরিবহন আইন সর্ম্পকে সচেতন করতে রাঙ্গামাটি জেলা পুলিশ ব্যাপক সচেতনতা মূলক কার্যক্রম গ্রহন করেছে। যানবাহন চালকদের মনে রাখতে হবে ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’ নিজেদের অসাবধানতার কারনে যে একটি প্রান অকালে ঝরে না যায়।
বর্তমান সময়ে মাদক একটি ভয়াবহ ব্যাধি। এই ব্যাধি থেকে সবাইকে সচেতন থাকতে হবে।মাদক গ্রহন,পরিবহণ থেকে বিরত থাকতে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়।
রাঙ্গামাটি জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) জনাব মোঃ ইসমাইল এর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষনে কর্মশালার পরিবহণ চালক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
আপনার মতামত লিখুন :