রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার মিজ জুলিয়া নিবলেট এর সাথে মঙ্গলবার সকালে এক সৌজন্য সাক্ষাৎ হয়।
সৌজন্য সাক্ষাতে মিজ জুলিয়া নিবলেট রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যানকে বলেন, অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের শিক্ষা উন্নয়নের কাজ করে যাচ্ছে। প্রতিবছর অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশী ৭০ জন শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। তন্মধ্যে ১০% বৃত্তি বাংলাদেশের পাহাড়ি ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ আছে।
আর চেয়ারম্যান বৃষ কেতু চাকমা অস্ট্রেলিয়া হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ান সরকারের এই উদ্যােগ দেশের মানবসম্পদ উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। বিগত সময়ে ইউএনডিপির সহযোগীতায় অস্ট্রেলিয়ান সরকারের বৃত্তি নিয়ে এ অঞ্চলে যে সমস্ত ছাত্র-ছাত্রী অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে দেশে -বিদেশে নিজেদের অবদান রাখতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন,অস্ট্রেলিয়ান সরকার বৃত্তির পাশাপাশি এ অঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়নে এগ্রিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন। তার সাথে ঘোষনা করে যে অস্ট্রেলিয়ান সরকারের বৃত্তি পাওয়ার জন্য রাঙ্গামাটি জেলা থেকে যে সমস্ত প্রার্থী অংশগ্রহন করবে তাদের ওঊখঞঝ প্রস্তুতিতে জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সাক্ষাৎকারে আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ান হাই কমিশনার সেকেন্ড সেক্রেটারি (ইকোনোমিক এন্ড কমার্শিয়াল ডিপ্লোমেসি) ডানকান ম্যাক্কালাহ, প্রোগ্রাম ম্যানেজার এম আই নাহিল এবং পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা ছাদেক আহমদ ও জনসংযোগ কর্মকর্তা অরনেন্দু ত্রিপুরা।
"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"