দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০১৯, ৯:৫১ পূর্বাহ্ন /
১৭৬
রাঙ্গামাটি শহরে পৃথক দুই স্থান থেকে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রির সময় দু’জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি।তিনি জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে শহরে কাঠালতলীস্থ আলম ডক ইয়ার্ড থেকে শাহনাজ বেগমকে ২০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে শহরের রাজদ্বীপ এলাকায় স্থানীয় সহায়তায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক বিক্রেতা সাজ্জাদ হোসেন টিপুকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১১৪ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। থানার এসআই নাজমুলের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
ওসি জানান, আটককৃতরা উভয়েই পেশাদার মাদক বিক্রেতা। আটককৃত শাহনাজ কাঠালতলীর অন্যতম মাদক ব্যবসায়ী হাশেম এর স্ত্রী। এর আগের ও সে কয়েকবার গ্রেপ্তার হয়েছিলো।
অপরদিকে রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন টিপু ইয়াবার পাইকারি বিক্রেতা। তার বাসায় বেশ কয়েকবার পুলিশ হানা দিলে ও তাকে পাওয়া যেত না। পরবর্তীতে শহরের রাজদ্বীপ এলাকায় গিয়ে ইয়াবা বিক্রিকালে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত টিপু জানায়,তার সাথে আরো ম্যাকলিন চাকমা ও বুলু চাকমা নামে দুই জন যুবক আরো দুইশো ইয়াবা নিয়ে পালিয়ে যায়।
এদিকে আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারার মামলা দায়ের করা হয়েছে। ২১/১১/২০১৯ তারিখে কোতয়ালী থানার এসআই নাজমুল বাদি হয়ে টিপুর বিরুদ্ধে দায়েরকৃত নাম্বার -১০ এবং শাহনাজের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নাম্বার -৯।
আপনার মতামত লিখুন :