শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০১৯, ১২:০৭ অপরাহ্ন /
২৪৮
রাঙামাটি জেলা প্রশাসনের উদ্দোগ্যে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস -২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, আসন্ন শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। শহীদের প্রতি শ্রদ্ধার সাথে আমরা বিজয় দিবস সমূহ সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করতে পারবো বলে আমি মনে করি এবং উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল,রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ,ডিজিএফআইয়’র সহকারী পরিচালক মোঃসাইদুজ্জামান,চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ বেলায়েত হোসেন,রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর, শহীদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
Related
আপনার মতামত লিখুন :