দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০১৯, ৬:৩৭ পূর্বাহ্ন /
২৪০
গত: ০৯/১১/২০১৯ইং (শনিবার) অত্র কলেজের হল রুমে অনুষ্টিত হয় অভিভাবক সমাবেশ,
শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ করে এইচ.এস.সি, পরীক্ষার্থী, অপেক্ষাকৃত দুর্বল ও গত বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের লক্ষে কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম বিশ্ববিদ্যালয় কলেজ, সাতকানিয়া, চট্টগ্রাম এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ হোসাইন আহমদ এর সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক জনাব গোলাম মোস্তফা তাজ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব ডাঃ মং তেঝ, বিশেষ অতিথি জনাব রফিক আহমদ চৌধুরী, দাতা সদস্য, কলেজ গভর্নিং বডি, জনাব রফিকুল ইসলাম চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য গভর্নিং বডি, অধ্যাপক বেলাল মোহাম্মদ চৌধুরী এবং সম্মানিত অভিভাবকবৃৃন্দ।
প্রধান অথিতি, তার ব্যক্তবে, বলেন একটি দেশের টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও মানবসম্পদের উন্নয়ন ঘটে- এই প্রতিপাদ্যকে মাথায় রেখে দেশে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে গত দশ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। শিক্ষার প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার।
আপনার মতামত লিখুন :