কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র,গুলি,মাদকসহ যুবলীগ ও চরমপন্থী নেতাকে অাটক করেছে র ্যাব। বৃহস্পতিবার(০৭ নভেম্বর) সন্ধ্যা ও রাতে সদর উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়। অাটককৃতরা হলেন-সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের মাদার মন্ডলের ছেলে শহর যুবলীগের সাবেক অাহবায়ক অাব্দুল অালিম(৪০) ও একই উপজেলার দুর্বাচার মোল্লাপাড়ার মৃত মদন মোল্লার ছেলে চরমপন্থী নেতা হবিবার মোল্লা(৫৫)। কুষ্টিয়া র্যাব-১২ এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব গোপন সংবাদে জানতে পারে শহরের চৌড়হাস মোড়ে অস্ত্র ও মাদকসহ একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র ্যাবের একটি অাভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে শহর যুবলীগের সাবেক অাহবায়ক অাব্দুল অালিমকে অাটক করে। এ সময় তার দেহ তল্লাসী করে একটি পিস্তল,দুই রাউন্ড গুলি ও ১৬৫ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।এদিকে একই দিন রাত ১০টার দিকে সদর উপজেলার দুর্বাচারা বাজারে অভিযান চালিয়ে একসময়ের বিপ্লবী কমিউনিস্ট পার্টির অাঞ্চলিক কমান্ডার বর্তমান নিজ বাহিনী প্রধান হবিবার মোল্লাকে অস্ত্র ও গুলিসহ অাটক করে র্যাব। সুত্রে জানা গেছে, র্যাব গোপন সংবাদে জানতে পারে নাশকতার সৃষ্টির উদ্দেশ্য হবিবার বাহিনী প্রধান হবিবার মোল্লা ও তার সেকেন্ড ইন কমান্ড অাব্দুল্লাহ দুর্বাচারা বাজারে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দুর্বাচারা বাজারে অভিযান চালিয়ে র ্যাব হবিবুর মোল্লাকে অাটক করে। এ সময় তার সহযোগী অাব্দুল্লাহ পালিয়ে যায়। হবিবারের দেহ তল্লাসী করে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে,অাটককৃতরা উভয় চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজ এর প্রধান অামিনুল ইসলাম মুকুলের দেহরক্ষী ছিলেন।
আপনার মতামত লিখুন :