জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি)
প্রথমদিনেই ২৭৩ পরীক্ষার্থীর অনুপস্থিতির মাধ্যমে পাবর্ত্য জেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হলো জেএসসি -জেডিসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা।এবার জেলার ৩২ টি কেন্দ্রে সর্বমোট ১০ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। তার মধ্যে শনিবার সকাল থেকে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় অংশগ্রহন করেছে ১০ হাজার ৬৫৬ জন পরীক্ষার্থী।
জেলায় জেএসসি পরীক্ষার ২৩ টি কেন্দ্রে ৪ হাজার ৯৪২ জন ছাত্রী ও ৪ হাজার ৫৬২ জন ছাত্র,জেডিসি পরীক্ষায় জেলায় ৫টি কেন্দ্রে ৩৮৯ জন ছাত্র ও ৩২২ জন ছাত্রী এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় রাঙ্গামাটির ৪টি কেন্দ্রে অংশগ্রহন করেছে ৪৬৯ জন ছাত্র ও ২৪৫ জন ছাত্রী।
রাঙ্গামাটি জেলা প্রশাসকের শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানানোগেছে,এবার জেলায় জেএসসিতে ১২৬ জন ও ৮৯ জন ছাত্রীসহ মোট ২১৫ জন,জেডিসিতে ১৭ জন ছাত্র ও ১৭ জন ছাত্রীসহ মোট ৩৪ জন এবং এসএসসি ভোকেশনালে ১৮ জন ছাত্র ও ৬ জন ছাত্রীসহ মোট ২৪ জন শিক্ষার্থী প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহন করেনি।
এদিকে, শনিবার সকাল থেকে পরীক্ষা শুরু হওয়ার পরপরই রাঙ্গামাটি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ ও জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিগণ।
এদিকে নকল মুক্ত ও শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা সম্পূন্ন করতে জেলা প্রশাসক ও শিক্ষা বিভাগ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন রাঙ্গামাটির জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা।
তিনি জানিয়েছেন,প্রতিটি কেন্দ্রে ৫ সদস্য বিশিষ্ট্য কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।জেলা শহরে জেলা প্রশাসক এবং উপজেলা গুলোতে ইউএনওগন এসকল কমিটির নেতৃত্ব প্রদান করেছেন।
এছাড়া এবারে রাঙ্গামাটি জেলায় জেএসসি – জেডিসি ও ভোকেশনাল পরীক্ষায় প্রতি ২০ জনে একজন করে শিক্ষক এবং একটি পরীক্ষা চলাকালীন প্রতিটি কক্ষে দুইজন করে শিক্ষক দায়িত্ব পালনে নিযুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন জলে শিক্ষা অফিসার উত্তম খীসা।
আপনার মতামত লিখুন :