আশুলিয়ায় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত
দৈনিক প্রতিদিনের অপরাধ
প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০১৯, ৫:৩৯ অপরাহ্ন /
২৯২
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বাইপাইল – আব্দুল্লাহপুর মহাসড়কে ট্রাক চাপায় জয় হোসেন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
সে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে এবং স্থানীয় ইকরা প্রি ক্যাডেট এন্ড স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের মতে,” জয় নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে বাইপাইল- আব্দুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় পৌছালে বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। জয় মোটরসাইকেল সহ রাস্তায় ছিটকে পড়লে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে”।
পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এস আই) একরামুল হক জানান, “প্রাথমিক তথ্যমতে নিহত শিক্ষার্থী আশুলিয়ায় বেড়াতে যাওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। ঘাতক বাস ও ট্রাক চালককে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে”।
Related
আপনার মতামত লিখুন :