কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতে গতকাল নবমী দিনে হোগলা সার্বজানীন দুর্গা মন্দীর পুজা মন্ডব পরিদর্শন করেন কুমারখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা অক্তার (মিনা),বাংলাদেশ আওয়ামী ফোরাম (অশাফো) কেন্দ্রীয় কমিটির সদস্য মোছা: সানজীদা আক্তার শান্তা, কুমারখালী আওয়ামী ফোরাম আশাফোর প্রাচার সম্পাদক এম এ শাহিন হোসেন, সদস্য বাচ্ছু শেখ ও কুমারখালী হোগলা সার্বজানীন মন্দরিরের সভাপতি শুধাংশ কুমার ঘোষ,সম্পাদক রতন কুমার ঘোষ আরো পুলিশ সদস্য ও আনছার সদস্য বিন্দ দায়িক্ত পালন করছেন প্রমুখ উস্থীত ছিলেন।
আপনার মতামত লিখুন :