ঢাকাTuesday , 20 August 2019

ছেঁউড়িয়া দবির মোল্লার গেট সংলগ্ন সদর আশ্রমে ঐতিহাসিক ১৮ইং জিলহজ্ উপলক্ষে মাওলা আলী (আ:) ১৪২৯ তম অভিষেক দিবস অনুষ্ঠিত

Link Copied!

ছেঁউড়িয়া দবির মোল্লার গেট সংলগ্ন সদর আশ্রমে ঐতিহাসিক ১৮ইং জিলহজ্ উপলক্ষে মাওলা আলী (আ:) ১৪২৯ তম অভিষেক দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে, মাওলা আলী (আঃ) স্নরণে রালী বের হয়। দ্বিতীয় পর্বে, সন্ধ্যা মাওলা আলী (আঃ) স্নরণে কেক কাটা হয়। আজ ২০/৮/২০১৯ ইং তারিখে ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেট সংলগ্ন সদর আশ্রম ও দবির উদ্দিন মোল্লার সুযোগ্য পুত্র ডাক্তার শামছুল আলম এর নিজ বাড়িতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রতিবছর ঐতিহাসিক ১৮ইং জিলহজ্ মাসের তরিকতে আহলে বাইত বাংলাদেশ ও সদর আশ্রম এর উদ্দোগে ঈদে গাদিরের শুভেচ্ছা পালিত করা হয়। হযরত আলী (আঃ) এর নামের সাথে কেন ” মাওলা ” শব্দটি ব্যবহার করা হয়? গাদীর দিবসে রাসুল (সাঃ) স্বয়ং নিজেই হযরত আলী (আঃ) সম্পর্কে যে হাদিসটি বর্ণনা করেছ ” আমি যার মাওলা এই আলীও তার মাওলা বা অভিভাবক ”। এ হাদিস সম্পর্কে মুসলমানদের মধ্যে কোন রকম দ্বন্দ্ব না থাকলেও , নবীজী (সাঃ) এর ওফাতের বেশ কিছু বছর পরে তাঁর মাওলা শব্দের অর্থ নিয়ে মুসলমানদের মধ্যে অনেক মতপার্থক্য দেখা যায়। অনেকে মাওলা শব্দকে অভিভাবক অর্থে , আবার অনেকে বন্ধু অর্থে ব্যবহার করে থাকেন। কিন্ত এ শব্দটি এমন একটি গ্রহনীয় শব্দ যা ওই সময় কেউই এ নিয়ে বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব করেনি। গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ হাদিসের বর্ণনার পর আলী (আঃ) কে মোবারকবাদ দেন।

"এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"