
রাঙ্গামাটি শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার প্রধান সংযোগ সড়ক ফিসারী বাঁধ বর্তমানে বিলীনের পথে। নানা সংগঠনের নানা কর্মসূচি ও আন্দোলন কোন কিছুই যেন ঘুম ভাঙ্গাতে পারছে না কর্তৃপক্ষের বন্ধ করতে পারছে না গাছের সাথে কাপ্তাই হৃদের জাহাজ ও ইঞ্জিন চালিত বোটগুলো বেধেঁ রাখা।
স্থানীয়রা বলেন, আমরা নানা ব্যস্তটার ফাকেঁও সময় হলে এখানে আসি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। বাঁধটি রাঙ্গামাটি শহরের দুটি অংশকে সংযুক্ত করে রেখেছে। কাপ্তাই হৃদের উপর নির্মিত এই সংযোগ বাঁধটি ছোট বড় সবাইকে মুগ্ধ করে।
রাঙ্গামাটি শহর রক্ষা সহ রাঙ্গামাটি , চট্টগ্রাম সড়কে সংযোগ স্থাপনে ১৯৬৪ সালে নির্মিত হয় রাঙ্গামাটি ফিসারী ঘাট।
কিন্তু নির্মিত বাঁধটি নির্মাণের পর এপর্যন্ত কখনও সংস্কার করার হয়নি। ফলে এক দিকে যেমন কাপ্তাই লেকের ভাঙ্গন এবং আশেপাশে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মানের কারণে মারাত্মক হুমকিতে পড়েছে বাঁধটি।
কাপ্তাই লেকের পানি বাড়লে লক্ষ্য করা যায় বাঁধের বিভিন্ন স্থানে লঞ্চ,ইঞ্জিনচালিত বোট, ট্রলার, নৌকায় মালামাল – জিনিসপত্র ওঠা নামা করা হয়ে থাকে। এতে বাঁধের ব্যাপক ক্ষতির হওয়ার আশংকা দেখা দেয়। এই বাঁধ রক্ষায় আন্দোলন কর্মসূচি কম হয়নি কিন্তু কিছুতেই যেন কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গানো যাচ্ছে না।